নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- সোমবার থেকে ঝাড়গ্রাম শহর সহ ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয়ে ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। যার ফলে খুশি ছাত্র-ছাত্রী থেকে শিক্ষক-শিক্ষিকারা। সোমবার ঝাড়গ্রাম শহরের রানী বিনোদমঞ্জরী রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয়ের একাদশ ও দ্বাদশ শ্রেণীর ছাত্রীদের করোনার টিকা দেওয়া হয়। সোমবার প্রায় ২০০ জন ছাত্রীকে টিকা দেওয়া হয়েছে বলে ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা জানান।তিনি আরো জানান যে মঙ্গলবার নবম-দশম শ্রেণীর ছাত্রীদের টিকা দেওয়া হবে। ছাত্রীদের টিকা দেওয়ার কাজ শুরু হওয়ায় তিনি খুশি বলে জানান। করোনার টিকা দেওয়ার কাজ চালু হওয়ায় ঝাড়গ্রাম জেলার বিভিন্ন বিদ্যালয় এর ছাত্র-ছাত্রী থেকে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা খুশি বলে তারা জানান। ওই বিদ্যালয়ের ছাত্রীরা বলেন করোনার কো ভ্যাকসিন পেয়ে আমরা খুব খুশি। তবে করোনা নিয়ে সকলকে সচেতন থাকতে হবে ।প্রত্যেক কে মুখে মাস্ক ব্যবহার করতে হবে, সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে ।সবাইকে ঐক্যবদ্ধভাবে করোনার বিরুদ্ধে লড়াই করতে হবে। তাই করোনা নিয়ে সকলের সচেতন হওয়া প্রয়োজন। একইভাবে সোমবার ঝাড়গ্রাম জেলার বিনপুর,বেলপাহাড়ি,নয়াবসান,তপসিয়া, সেবায়তন , খড়িকা,রোহিনী বিদ্যালয়ে সকাল থেকে করোনার কো ভ্যাকসিন দেওয়ার কাজ শুরু হয়েছে। তাই স্বাস্থ্যবিধি মেনে প্রশাসনের নির্দেশ অনুযায়ী বিদ্যালয়গুলিতে ছাত্র ছাত্রীরা করোনার টিকা নেওয়ার জন্য সামিল হয়েছে। ঝাড়গ্রাম জেলার পাশাপাশি পশ্চিম মেদিনীপুর জেলার প্রতিটি ব্লকের একটি করে বিদ্যালয় সোমবার ১৫ থেকে ১৮ বছর বয়সী ছাত্র-ছাত্রীদের করোনার টিকা দেওয়ার কাজ শুরু হয়েছে। মেদিনীপুর পৌরসভা এলাকায় একটি বিদ্যালয়ে সোমবার করোনার টিকা দেওয়া হয় । এভাবেই আগামী দিনে ১৫ থেকে ১৮ বয়সীদের টিকা দেওয়া হবে বলে পশ্চিম মেদিনীপুর জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডাক্তার ভুবন চন্দ্র হাঁসদা জানান।