তৃনমূল কংগ্রেসের উদ্যোগে কেশপুরের ছুতারগেড়িয়া এলাকায় ধিক্কার সমাবেশ।

0
423

নিজস্ব সংবাদদাতা ,পশ্চিম মেদিনীপুর:- সোমবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের ছুতারগেড়িয়া এলাকায় তৃনমূল কংগ্রেসের উদ্যোগে ধিক্কার সমাবেশের আয়োজন করা হয়।ওই ধিক্কার সমাবেশে উপস্থিত ছিলেন কেশপুর ব্লক তৃনমূল কংগ্রেসের
সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী, কলাগ্রাম অঞ্চল তৃনমূল কংগ্রেসের সভাপতি কাজী শাহদত, অঞ্চল কিসান ক্ষেতমজুর সেলের সভাপতি অভিজিৎ পাত্র, সুলতান আলী সহ অন্যান্য তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব গণ।উল্লেখ করা যায় যে ২০০১ সালের ৩ রা জানুয়ারি কেশপুরে গণতন্ত্র প্রতিষ্ঠার দাবিতে তৎকালীন বিরোধী দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেশপুর হাইস্কুল মাঠে সভা করতে এসেছিলেন। সেই সময় সিপিএমের হার্মাদ বাহিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়িতে যেমন হামলা চালায় তেমনি ওই সভায় আসা বহু গাড়ি ভাঙচুর করে এবং তৃণমূল কর্মীদের ব্যাপক মারধর করে। তারপর থেকেই প্রতিবছর ৩ রা জানুয়ারি কেশপুরে তৃনমূল কংগ্রেসের পক্ষ থেকে ধিক্কার সমাবেশের আয়োজন করা হয় ।তাই সোমবার ধিক্কার সমাবেশের আয়োজন করা হয়েছিল। ওই সমাবেশে তৃণমূল কংগ্রেসের কেশপুর ব্লক সভাপতি উত্তমানন্দ ত্রিপাঠী বলেন আজও আমরা সে দিনের কথা ভুলে যায়নি। যেদিন দল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের গাড়ির ওপর সিপিএমের হার্মাদ বাহিনী হামলা চালিয়েছিল ।দলীয় কর্মীদের গাড়ি ভাঙচুর করে ব্যাপক তাণ্ডব করেছিল। তাই সেই দিনের ঘটনার নিন্দা জানানোর জন্য এই ধিক্কার সভার আয়োজন করা হয়েছে। তিনি সকলকে করোনা পরিস্থিতির জন্য মুখে মাস্ক ব্যাবহার করার এবং সামাজিক দূরত্ব বজায় রাখার আহ্বান জানান। সেই সঙ্গে ওই সভা থেকে সেই সময় যারা ওই ঘটনা ঘটিয়েছিল তাদের বিরুদ্ধে ধিক্কার জানান তৃণমূল কংগ্রেসের নেতা ও কর্মীরা।