আবদুল হাই, বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের আকুই ইউনিয়ন হাইস্কুলে আজ 15 থেকে 18 বছর বয়সী ছাত্র-ছাত্রীদের কোভিভ ভ্যাকসিন প্রথম ডোজএর ব্যবস্থা করেন স্কুল কর্তৃপক্ষ। ক্লাস নবম থেকে দ্বাদশ শ্রেণির ছাত্র ও ছাত্রীদের কোভিড ভ্যাকসিন এর প্রথম ডোজ দেওয়া হয়। আজ থেকে এক সপ্তাহ আগে একটি নির্দেশিকা জারি করেছিলেন যে 15 বছরের ঊর্ধ্বে প্রত্যেক স্টুডেন্ট কে টিকাকরণ বাধ্যতামূলক ।টিকা না দিলে বিদ্যালয় আসা এবং পরীক্ষা দেওয়া কোনমতেই কার্যকর হবে না। এই নোটিসের ঠিক সাতদিন পর অর্থাৎ আজ ৩ রা জানুয়ারি স্কুলের ছাত্র-ছাত্রীদের টিকা নিতে দেখা গেল আকুই ইউনিয়ন হাইস্কুলে। একটু ভয় ভীতি এসেছিল কিন্তু সেই ভয়-ভীতি কে কাটিয়ে উঠে গুরুজন এবং শিক্ষকদের কথামতো টিকা নিতে এল ছাত্রছাত্রীরা ।