সাঁকরাইল ব্লকের খুদমরাইগ্রামে ১১ টি হাতির তাণ্ডব ,৭ টি বাড়ি ভাঙচুর,আতঙ্কে রয়েছেন গ্রামবাসীরা।

0
335

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রাম:- ১১ টা দাঁতাল হাতির একটি দল রবিবার রাত্রি প্রায় ১০ টা নাগাদ ঝাড়গ্রাম জেলার সাঁকরাইল ব্লকের খুদমরাই গ্রামের বঙ্কিম মাহাতো ,মনোরঞ্জন মাহাতো সহ বেশ কয়েক জনের বাড়িতে খাওয়ারের সন্ধানে ঢুকে তাণ্ডব করে, ঘর ভাঙ্গে, সেই সঙ্গে খামারে থাকা ধান খেয়ে সাবাড় করে দেয়। দিনের পর হাতির তাণ্ডবে আতঙ্কের মধ্যে রয়েছে ওই গ্রামের মানুষজন। ওই গ্রামের বাসিন্দা মনোরঞ্জন মাহাতো বলেন শীতের সময় রবিবার রাত প্রায় দশটা নাগাদ প্রায় ১১ টি দাঁতাল হাতি খাবারের সন্ধানে আচমকা গ্রামে ঢুকে পড়ে। মুহূর্তের মধ্যে গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ে। হাতির দল তাণ্ডব চালিয়ে ৭ টি বাড়ি ভাঙচুর করেছে। সেই সঙ্গে হাতির দল গ্রামে ঢুকে বিভিন্ন বাড়িতে খাবারের সন্ধানে হানা দেয়। খামারে থাকা ধান খেয়ে নষ্ট করে দেয়। প্রাকৃতিক বিপর্যয়ের পর বহু কষ্ট করে মাঠ থেকে ধান খামারে এনে রাখা হয়েছিল। কিন্তু সেই সেই ধান নষ্ট করে দিয়েছে ।বেশ কয়েকটি গাড়ি ভাঙচুর করেছে। বিষয়টি বনদপ্তর কে জানানো হয়। খবর পেয়ে বন দপ্তর এর পক্ষ থেকে ঘটনাস্থলে গিয়ে হাতি গুলির উপর নজরদারি শুরু করেছে। বন দফতরের পক্ষ থেকে ওই এলাকার গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। সেই সঙ্গে হাতির দল যাদের বাড়ি ঘর ভাঙচুর করেছে তাদের বন দফতরের পক্ষ থেকে ক্ষতি পূরণ দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে।
গ্রামবাসীদের দাবি তাদের ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে। না হলে কিভাবে আগামী দিনে তারা বেঁচে থাকবেন ।সেই সঙ্গে ওই এলাকায় থাকা হাতিগুলিকে অন্যত্র পাঠানোর দাবি তুলেছেন গ্রামবাসীরা ।যেভাবে শীতকালে গ্রামে হাতির দল ঢুকে পড়ছে তাতে যে কোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটার আশঙ্কা করছেন গ্রামবাসীরা ।তাই যথেষ্ট আতঙ্কের মধ্যে রয়েছেন ওই গ্রাম সহ পার্শ্ববর্তী গ্রামের বাসিন্দারা।