মাস্ক কাছে থাকতেও পরছে না মাস্ক এক শ্রেনীর মানুষ।

আবদুল হাই, বাঁকুড়াঃ গতকাল আমরা দেখেছিলাম বাঁকুড়া জেলার কোতুলপুর থানার ভারপ্রাপ্ত আধিকারিক মাস্ক পরার জন্য সতর্ক করতে রাস্তায় নেমেছিলেন কিন্তু আজ দেখা গেল কোতুলপুর সব্জিবাজার থেকে নেতাজি মোড়, চৌরাস্তায়, অনেক মানুষই মাস্ক পরছে না। কথায় আছে না ডান হাত বাম হাত অজুহাত অজুহাত দেখাচ্ছে কেউ বলছে ভুলে গেছি আবার কেউ বলছে মাস্ক পরতে হবে ,এমনই বলছে কোতুলপুর এর মানুষ.

রাজ্যজুড়ে কোভিড সতর্কতা জারি করেছে রাজ্য সরকার কিন্তু তা মানতে নারাজ সাধারণ মানুষ । তারা মুখে বিনা মাস্ক বেরিয়ে পড়ছেন তাদের নিত্য দিনের কাজে। সমাজের অপর একশ্রেণীর মানুষের দাবি যদি এই ভাবে মানুষ বিনা মাস্কে বাড়ি থেকে বেরিয়ে পরে সংক্রমণ চূড়ান্ত পর্যায়ে বেড়ে যাবে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *