বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- ৩ রা জানুয়ারি থেকে রাজ্যে বিভিন্ন ক্ষেত্রে বিধি নিষেধ জারি করা হয়েছে। উল্লেখ্য, করোনা অতিমারীর তৃতীয় ঢেউ আছড়ে পড়েছে এখানে। মাত্র দিন কয়েকের মধ্যে হঠাৎ রাজ্যে মাথাচাড়া দিয়েছে করোনা সংক্রমণ। রাজ্যের পাশাপাশি বীরভূমেও করোনা আক্রান্তের সংখ্যা আচমকা বেড়েছে কয়েকগুণ। তাই আজ বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং দুবরাজপুর থানার ওসি আফরোজ হোসেনের নেতৃত্বে মাস্ক ছাড়া ১৬ জন ব্যক্তিকে আটক করা হয়। এমনকী বাস দাঁড় করিয়ে যাত্রীদের মাস্ক পরার জন্য নির্দেশ দিলেন।
Leave a Reply