জন্মদিন মানেই, পায়েস আর নতুন বস্ত্র- তা হোক না পরিবার সদস্য অথবা মুখ্যমন্ত্রী।

0
322

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- জন্মদিন মানেই, পায়েস আর নতুন বস্ত্র। তা হোক না পরিবার সদস্য অথবা মুখ্যমন্ত্রী। নদীয়া জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পম্পা মুখার্জি নিজে হাতে রাঁধলেন 5 কেজি চালের পায়েস, এরপর দুপুরে দু-একজন দলীয় কর্মী সমর্থক এবং স্বামী শুভঙ্কর মুখার্জি কে সাথে নিয়ে বেরিয়ে পড়লেন পথের পাশে ভবঘুরে দের নতুন শীতবস্ত্র তুলে দেওয়া এবং পায়েস খাওয়ানোর উদ্দেশ্যে। প্রসঙ্গত শুভঙ্কর মুখার্জি নদিয়া জেলা তৃণমূল যুব কংগ্রেসের সহ-সভাপতি। তিনি বলেন, কোভিদ পরিস্থিতির কথা মাথায় রেখে অনুষ্ঠানসূচি অনেকটাই ছোট করে নিয়ে আসা হয়েছে। মুখ্যমন্ত্রীর ছবি এবং নামাঙ্কিত কেক কেটে পালন করা হয় আজকের বিশেষ দিনটি। ঈশ্বরের কাছে তার সার্বিক সুস্থতা প্রার্থনা করেছি, কারণ তিনি সুস্থ থাকলে বাঁচবে বাংলা, অসহায়দের মুখে ফুটবে হাসি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here