নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- ফের করোনার বাড়বাড়ন্ত, তারমধ্যে ওমিক্রনের আতঙ্ক, তারি মাঝে সাধারণ মানুষকে রক্ষার্থে এবং আতঙ্ক নয়,সচেতন হন। এই স্লোগান কে সামনে রেখে ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন উপলক্ষ্যে বুধবার মেদিনীপুর শহরের রাঙামাটি সেবা সমিতির পক্ষ থেকে ও বিশ্বজিৎ মুখার্জির উদ্যোগে মেদিনীপুর পৌরসভার অন্তর্গত ২৪ নং ওয়ার্ড সহ পথচলতি মানুষ কে মাস্ক ও সেনিটাইজার বিতরনের করা হলো। আজকের কর্মসূচি তে উপস্থিত ছিলেন বিশ্বজিৎ মুখার্জি সহ অনিন্দ্য চক্রবর্তী, সন্দীপ মুখাজী, জয়দেব চক্রবর্তী, অমল সিংহ দেব, অরুন দাস, প্রসেনজিৎ মুখার্জি সহ এলাকার বহু যুবক। বিশ্বজিৎ মুখার্জি বলেন আজ আমাদের প্রিয় দিদি তথা রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে আমরা উনার আর্দশ কে মাথায় নিয়েই এই তৃতীয় ঢেউ থেকে মানুষ যাতে নিজেকে সুরক্ষিত রাখে, তাই আমাদের আজকের এই কর্মসূচী। দিদির জন্মদিনে দিদিকে প্রণাম জানাই।
Home রাজ্য দক্ষিণ বাংলা মেদিনীপুর শহরের রাঙামাটি সেবা সমিতির পক্ষ থেকে করোণা সচেতনতার পাশাপাশি মাক্স বিতরণ।