জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ জলপাইগুড়ি শহরের করোনা আক্রান্ত মানুষ দের বাড়ি বাড়ি গিয়ে বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তুলে দিলেন জলপাইগুড়ি জেলা পুলিশের আধিকারিকরা। বুধবার শহরের বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে ব্যাগ ভর্তি খাদ্য সামগ্রী পৌঁছে দেন তারা।
গত দুই সপ্তাহের মধ্যে করোনা আক্রান্তের সংখ্যা অনেকটাই বেড়ে গেছে জলপাইগুড়ি শহরে। আক্রান্তদের মধ্যে অনেক দরিদ্র পরিবারের মানুষ রয়েছেন। এদিন দুপুরে করোনা আক্রান্ত ওই পরিবারের সদস্যদের হাতে চাল, ডাল, সোয়াবিন, তেল, নুন, আলু, বিস্কুট ও ফল সহ বিভিন্ন রকমের খাদ্য সামগ্রী তুলে দেন জলপাইগুড়ি জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা। তাদের সঙ্গে ছিলেন জলপাইগুড়ি পুরসভার ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জি। জলপাইগুড়ি জেলার প্রায় সমস্ত থানার পক্ষ থেকে করোনা আক্রান্ত মানুষদের একইভাবে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে বলে জেলা পুলিশ প্রশাসন সূত্রে জানা গেছে।