মালদা জেলার গাজোলে ইংরেজি নতুন বছর জানুয়ারি মাস পড়তেই এবার জাঁকিয়ে পরেছে শীত কুয়াশা হাড় কাঁপানো ঠান্ডা ।

0
312

নিজস্ব সংবাদদাতা, মালদা-গাজোলঃ-  মালদা জেলার গাজোলে ইংরেজি নতুন বছর জানুয়ারি মাস পড়তেই এবার জাঁকিয়ে পরেছে শীত কুয়াশা হাড় কাঁপানো ঠান্ডা । এই ঘন কুয়াশা ও ঠান্ডার জেরে গাড়ি ঘোড়া চলছে ধিরগতিতে । ছোট চার চাকা গাড়ির এক চালোক বিকাশ সরকার – বলেন যে এই হাড় কাঁপানো শীত ঠান্ডাতে সমস্যার সম্মুখীন হয়ে পড়েছেন তারা । ঘন কুয়াশার জেরে পড়ছেনা গাড়ি চালকের নিশার চোখে , রাস্তাঘাট ঠিক মতন দেখতে না পারায় গাড়ি বের করছেন না তারা রাস্তায় । এদিকে আরেক সমস্যার কারণ হয়ে দাঁড়িয়েছে ঘন কুয়াশার ও ঠান্ডায় রাস্তাই নেই কোনো যাত্রী , এই কারনে গাড়ি চালকরা সূর্য উদয়ের অপেক্ষায় রয়েছে তারা, এই কুয়াশা স্বাভাবিক হলে এরপর গাড়ি চালকরা গাড়ি নিয়ে রাস্তায় বের হবেন বলে জানান । এবং কি আরেকটা চিত্র দেখা গিয়েছে এক গ্রামে প্রচন্ড হাড় কাঁপানো ঠান্ডায় আগুন জ্বালিয়ে ঠান্ডার গরম উপভোগ করছেন এমনটাই দৃশ্য দেখা গেল গাজোলের হরিদাস গ্রামে।