সাত সকালে লোকালয়ে হাতি দেখে আতঙ্কিত এলাকার মানুষ।

0
371

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- সাত সকালে লোকালয়ে হাতি দেখে আতঙ্কিত এলাকার মানুষ। জানা গিয়েছে, ফালাকাটা ব্লকের দেওগাঁও গ্রাম পঞ্চায়েতের হরিনাথপুর এলাকা থেকে দুটি হাতি ময়রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের শিলডাঙ্গা মাঠ হয়ে দক্ষিণ খয়েরবাড়ি বন জঙ্গলে প্রবেশ করে। শীল ডাঙ্গা এলাকায় সকাল সাতটার সময় স্থানীয় বাসিন্দা উত্তম সরকার হাতি দেখতে পায়। উত্তম সরকার জানান, সকালে কচি কাচাদের নিয়ে শরীর চর্চা করছিল, এমন সময় বিশালাকার দুটি বুনো হাতি কে তেড়ে আসতে দেখে সকলকে নিয়ে নিরাপদে চলে যায়। তবে সে রকম ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here