স্কুল যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল চার নাবালিকা পড়ুয়া, খোঁজ মিলল তাদের।

0
402

নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-স্কুল যাওয়ার পথে রহস্যজনক ভাবে নিখোঁজ হয়ে গিয়েছিল চার নাবালিকা পড়ুয়া। যাদের মধ্যে দুইজন অষ্টম শ্রেণীর ছাত্রী এবং দুইজন দশম শ্রেণীতে পাঠরত। এব্যাপারে নিখোঁজ ছাত্রীর পরিবার মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন । তারপরে সেই চারজন ছাত্রীর হাওড়া স্টেশনে সন্ধান মেলে। হাওড়া স্টেশন জিআরপি ওই ছাত্রীদের উদ্ধার করেছে। সেই ছাত্রীদের মালদায় ফিরিয়ে আনতে ইতিমধ্যে কলকাতায় গিয়েছে মালদা থানার পুলিশের একটি বিশেষ দল। ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা থানার যাত্রাডাঙ্গা গ্রাম পঞ্চায়েতের হালনা গ্রামে। এলাকার যাত্রাডাঙ্গা কে.বি. হাইমাদ্রাসায় পাঠরত রয়েছে ওই নাবালিকা চার ছাত্রী।নারী পাচারকারী চক্রেরর খপ্পরে পড়ে থাকতে পারে ওই চার নাবালিকা ছাত্রী বলেই সন্দেহ করে পরিবারের লোকেরা।*

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here