ড্রেনের কাজ বন্ধ রেখে বিক্ষোভ এলাকার কৃষকসহ স্থানীয়দের।

0
341

নদীয় , নিজস্ব সংবাদদাতা:- ড্রেনের কাজ বন্ধ রেখে বিক্ষোভ এলাকার কৃষকসহ স্থানীয়দের। ঘটনাটি শান্তিপুর নবীন পল্লী দালাল পাড়া লেনের। বিক্ষোভকারী কৃষক সহ স্থানীয়দের দাবি, এই এলাকা দিয়ে যে গভীর ড্রেনটি তৈরি করছে শান্তিপুর পৌরসভা সেই ড্রেন দিয়ে গোটা শান্তিপুর শহরের জল পাস হবে। আর সেই জলের কারণে ওই এলাকার একাধিক চাষের জমিতে জল ঢুকে যাবে ক্ষতির মুখে পড়তে হবে একাধিক চাষীকে। এছাড়াও এলাকা নিচু থাকার কারণে জলমগ্ন হয়ে যাবে গোটা এলাকা। ড্রেনের জল নির্দিষ্ট জায়গা দিয়ে খালে পাস করার ব্যবস্থা করুক শান্তিপুর পৌরসভা। যতদিন না পর্যন্ত এই ব্যবস্থা না নেওয়া হচ্ছে ততদিন পর্যন্ত বন্ধ থাকবে ড্রেন তৈরীর কাজ। যদিও শান্তিপুর পৌরসভার পৌর প্রশাসক সুব্রত ঘোষ জানান, সমস্ত পরিকল্পনা করেই ওই এলাকায় তৈরি হচ্ছে ড্রেন। এলাকার মানুষের কোন রকম যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই দিকে যথেষ্ট খেয়াল রেখেছে শান্তিপুর পৌরসভা। কিন্তু এলাকার কিছু অসাধু লোক ড্রেনটি তৈরীর কাজে বাধা দিচ্ছে।