জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- ২১৮ বস্তা অবৈধ সুপারি সহ একজনকে গ্রেপ্তার করলো রাজগঞ্জ থানার পুলিশ। ধৃতের নাম হংসনাথ যাদব (৬০)। তার বাড়ি হাওড়ার বেলগাছিয়ায়।শুক্রবার রাতে রাজগঞ্জের হাতিমোড়ে নাকা চেকিং সময় পুলিশ একটি ট্রাক আটক করে তল্লাশি চালাতে বেরিয়ে আসে ওই সুপারি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাকা চেকিং সময় হাতি মোড় থেকে উপযুক্ত কাগজ না দেখাতে পাড়ায় গাড়ি সহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। জেরায় জানা যায় ওই সুপারিগুলি শিলিগুড়ি হয়ে অন্য রাজ্যে যাওয়ার মতলব ছিল।
উদ্ধার হওয়া ওই সুপারির মূল্য কয়েক লক্ষ টাকা। ধৃতকে আজ জলপাইগুড়ি আদালতে পাঠানো হয়।