বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- বর্তমানে প্রতিটি ক্ষেত্রে জরুরি হয়ে পড়েছে আধার কার্ড। আধার কার্ড ছাড়া এক পা-ও চলতে পারছে না সাধারণ মানুষ। এই আধার কার্ড করাতে গিয়ে মানুষ যাতে অসুবিধার সম্মুখীন না হয় সেটাও দেখার দরকার সরকারের। কিন্তু কেন্দ্রীয় সরকারের কোনো পরিকাঠামো ঠিক না থাকায় চরম ভোগান্তিতে পড়ছেন সাধারণ মানুষ। এমনই চিত্র ধরা পড়ল বীরভূম জেলার দুবরাজপুর পোস্ট অফিসে। সেখানে বড় বড় করে লেখা আছে প্রতি শনিবার এখানে আধার কার্ডের টোকেন দেওয়া হবে। কিন্তু দুবরাজপুর পোস্ট অফিসে সারা রাত জেগে ২৫০ থেকে ৩০০ জন মানুষ আধার কার্ডের টোকেন নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে ছিলেন। আজ হঠাৎ অফিস খোলার সময় বলা হয় আজ টোকেন দেওয়া হবে না। সারারাত জেগে লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজন ক্ষোভ উগড়ে দেন পোস্ট মাস্টার সঞ্জয় তেওয়ারির উপর। এ বিষয়ে তাঁকে প্রশ্ন করা হলে তিনি বলেন, আমরা নোটিস দিয়েছিলাম কিন্তু কেউ বা কারা ছিড়ে দিয়েছে। তাই তাঁরা হইতো বুঝতে পারেননি এবং টোকেন নেওয়ার জন্য লাইন দিয়েছেন। আমি বিষয়টি দেখছি। ঘন্টা খানেক পর লাইনে দাঁড়িয়ে থাকা মানুষজনদের টোকেন দেওয়া হয় বলে জানা যায়।