আবদুল হাই, বাঁকুড়াঃ মর্মান্তিক পথ দূর্ঘটনায় মৃত্যু হলো এক মোটরবাইক আরোহীর। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়।এই মর্মান্তিক দূর্ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের শাশপুর স্টেশন সংলগ্ন এলাকায়।জানা গেছে,আজ শম্ভু পাল ও অশোক পাল নামে দুই ভাই বাইক এ করে শাশপুর স্টেশনের দিকে যাচ্ছিল সেইসময় অপর দিক থেকে আসা একটি ট্রাক্টর সজরে ধাক্কা মারেঐ মোটরবাইক টিকে ঘটনাস্থলে মৃত্যু হয় অশোক পালের এবং গুরুতরভাবে আহত হন ভাই শম্ভু পাল। দুই জনের বাড়ি বনবেড়িয়া গ্ৰামে।এই ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় ইন্দাস থানার পুলিশ। ইন্দাস থানার পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের সহযোগিতায় তাদের উদ্ধার করে ইন্দাস হাসপাতালে নিয়ে যাওয়া হলে ডাক্তারবাবুরা অশোক পালকে মৃত বলে ঘোষণা করেন। ইন্দাস থানার পুলিশ ট্রাক্টরটি আটক করে থানায় নিয়ে আসে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।
Leave a Reply