নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-মাথায় নেই হেলমেট তার ওপরে কানে হেডফোন গুঁজে দিব্বি সে চালাচ্ছিল বাইক। বেশ আর এদেখেই ট্রাফিক পুলিশের নজরে আসতেই পাকড়াও করলো ওই বাইকারকে। এদিন চাঁচল শহীদ মোড়ে রাজ্য সরকারের “সেভ ড্রাইভ সেফ লাইফ” কর্মসূচি পালন করতে দেখা দিল চাঁচল মহকুমার ট্রাফিক পুলিশ আধিকারিক চন্দন দে কে। পাশাপশি কোভিডের বিধিনিষেধ নিয়েও জনগণকে সচেতন করতে দেখা যায়।
করণার পাশাপশি মালদহে বাড়ছে শীতের দাপট। এরই মাঝে দুপুর পেড়িয়ে গেলেও কুয়াশার ঘন চাদরে মোরা থাকছে গোটা চাঁচল শহর। কুয়াশার জন্য ঘটছে নিত্য দিন পথ দুর্ঘটনা। এরই মাঝে শহরের একাংশ বাইকাররা এই ভাবেই হেলমেট ছাড়া বাইক নিয়ে ছুটে বেড়াচ্ছে। তাই ওই সকল বাইকারদের শায়েস্তা করতে পথে নামলেন ট্রাফিক পুলিশ। এদিন ওই বাইকার কে হেলমেট ছাড়া বাইক চালানোর অভিযোগে মামলা রুজু করেন ট্রাফিক পুলিশ আধিকারিক।