পাড়া কমিটির ঘর দখলকে কেন্দ্র করে জেরে মারধরের অভিযোগে মৃত্যু এক ব্যক্তির ঘটনায় তীব্র চাঞ্চল্য নন্দকুমার থানার টিকারামপুরে।

0
361

নিজস্ব সংবাদদাতা,পূর্ব মেদিনীপুর:- পাড়া কমিটির ঘর দখলকে কেন্দ্র করে জেরে মারধরের অভিযোগে মৃত্যু এক ব্যক্তির ঘটনায় তীব্র চাঞ্চল্য পূর্ব মেদিনীপুর জেলার নন্দকুমার থানার টিকারামপুর এলাকায়, জানা গিয়েছে ওই গ্রামে প্রথমে একটি পাড়া কমিটি ছিল, সেই কমিটির সভাপতি ছিলেন তুষার কান্তি সিংহ। তার কাছেই থাকত ওই ঘরের চাবি কাঠি। পরবর্তী সময় কমিটি দুভাগ হয়ে যায় টিকারামপুর এবং টোটাবেড়িয়ার মধ্যে ওই ঘরের চাবি নিয়ে বিবাদ সৃষ্টি হয়েই থাকতো। অভিযোগ ওই ঘরের চাবি অন্য পাড়ার লোকেরা চাইতে আসে, সেই সময় দুই পক্ষের মধ্যে বচসা শুরু হয় যা পরে হাতাহাতিতে পরিণত হয়।
অভিযোগ সেই সময় কিছু ব্যক্তি বড় লাঠি ও বাঁশ দিয়ে তুষার কান্তি সিংহের আঘাত করে বলে অভিযোগ। সেই সময় গুরুতর আহত হয়ে রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে তুষার কান্তি। পরে স্থানীয়রা মৃত তুষার কান্তি সিংহকে তমলুক জেলা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে।
পরে পুলিশ অভিযোগ পেয়ে ঘটনাস্থলে যায়, এবং তাঁর তদন্ত শুরু করে। তারপরেই নন্দকুমার থানার পুলিশ এই ঘটনায় বিকাশ দোলুই ও টুনী দোলুই নামে দুজনকে গ্রেপ্তার করে। অপরদিকে এমন ঘটনার জেরে উত্তেজিত লোকজন অপর পক্ষের বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুর করে। না নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে নন্দকুমার থানার পুলিশ, যাতে আর কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য মোতায়েন রয়েছে পুলিশ। বর্তমানে এলাকার পরিস্থিতি থমথমে।