নিজস্ব সংবাদদাতা, মালদাঃ-রবিবার গভীর রাতে ইংরেজবাজার শহরের উত্তর বালুচরে এক যুবকের ঝুলন্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো। পুলিশ জানিয়েছে, মৃত যুবকের নাম বিশাল সাহা (২০)। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান প্রেমঘটিত কারণে ওই যুবক নিজের শোবার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। মৃতদেহ ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ। মৃতের পরিবারের লোকজনের দাবি, বিশাল দু’বছর ধরে একটি মেয়েকে ভালবাসত। কিন্তু কিছুদিন ধরে মেয়েটির পরিবার বিশালের সঙ্গে মেয়েটিকে কথা বলতে দিত না। এ নিয়ে বিশাল মানসিক অবসাদে ভুগছিলেন। সম্ভবত এই কারণেই সে আত্মহত্যা করে। ওই মেয়েটির বিরুদ্ধে থানায় অভিযোগ জানানো হবে বলে বিশালের পরিবারের লোক জানিয়েছেন।