বীরভূম, সেখ ওলি মহম্মদঃ- পশ্চিমবঙ্গে করোনার গ্রাফ ঊর্ধমুখী। ফলে বীরভূম জেলাতেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তাই এই করোনা অতিমারীকে আটকাতে অধিকাংশ পৌরসভা আগে থেকেই আংশিক লক ডাউনের পথ বেছে নিয়েছে। এবার সেই একই পথে হাঁটল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভা। গতকাল দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যে ১০ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত সকাল ৬ টা থেকে দুপুর ২ টো পর্যন্ত দোকানপাট খোলা থাকবে। তারপর সমস্ত কিছু বন্ধ থাকবে। তাই আজ দুপুর ২ টোর পর দুবরাজপুর বাজার পরিদর্শন করলেন দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে সহ পৌরসভার কর্মীরা। তাঁরা দেখেন জরুরি পরিষেবা ছাড়া সমস্ত দোকানপাট বন্ধ আছে। এ বিষয়ে পৌর প্রশাসক পীযূষ পান্ডে জানান, আমরা গতকাল মাইকে প্রচার করেছিলাম এই আংশিক লক ডাউনের। তাই লক ডাউন সফল করতে এখানকার ব্যবসায়ীরা স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করেছে। পাশাপাশি দুবরাজপুর থানার পুলিশও বাজার বনধ করতে সফল হয়েছে।