নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- গতকাল নদীয়ার রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক ডক্টর মুকুটমণি অধিকারী কে ঘিরে দলেরই পতাকা নিয়ে বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের, তাদের দাবি নিজেদের সংসার উপার্জন ভুলে এলাকায় রাজনৈতিক শত্রুতা তৈরি করে জিটিএ আনা হয়েছিল তাকে। অথচ দলীয় কর্মী সর্মথকরা তার মাধ্যমে মানুষের সমস্যা তো দূরে থাক নিজেদের কথাবার্তা আলোচনা করতে পারেন না। এ ব্যাপারে একাধিকবার জেলা নেতৃত্বকে জানিও লাভ হয়নি।
প্রসঙ্গত 2021 সালে বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস কে পরাজিত করে রানাঘাট দক্ষিণ বিধানসভা কেন্দ্রের বিধায়ক হয় ডক্টর মুকুটমণি অধিকারী।তারপরের থেকে এই বিধানসভা কেন্দ্রের বিজেপি কর্মী-সমর্থকরা তার সঙ্গে দেখা করতে গেলে তিনি দেখা করেন না এবং দলের কোনো মিটিংয়েও আসেন না এমনটাই অভিযোগ কর্মী-সমর্থকদের।অথচ একাধিকবার দেখা গেছে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ শান্তনু ঠাকুর এর সঙ্গে বিভিন্ন বিষয়ে মিটিং করতে ।এই অভিযোগে মুকুটমণি বিধানসভা কেন্দ্রে দলীয় কর্মী সমর্থকদের হাতে হেরাও হয় এই বিজেপি বিধায়ক ।অবশেষে তার ব্যক্তিগত দেহরক্ষী এর সহযোগিতায় মুক্তি পান তিনি। দলের নেতাকর্মীদের প্রশ্ন আর কতদিন তিনি বিভিন্ন নেতা-নেত্রীদের সঙ্গে দেখা করবেন এবং কথা বলবেন। যদিও এ বিষয়ে শাসক-বিরোধী কেউই কোনো মুখ খুলছেন না। রাজনৈতিক বিশেষজ্ঞদের অভিমত, তিনি এখন দুই দলের অন্তর্বর্তী স্থানে রয়েছেন, রাজনৈতিক অঅস্থিরতার জন্যই শাসক বা বিরোধী কেউই মুখ খুলতে চাইছেন না।