মহকুমা শাসকের নেতৃত্বে ঝাড়গ্রামে শহরের বিভিন্ন এলাকায় স্যানিটাইজেশন এর কাজ শুরু হয়েছে।

0
301

নিজস্ব সংবাদদাতা, ঝাড়গ্রামঃ- করোনা পরিস্থিতি ঊর্ধ্বমুখী হওয়ায় সোমবার ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় সকাল ছয়টা থেকে রাত্রি দশটা পর্যন্ত লকডাউন ঘোষণা করেছে ঝাড়্গ্রাম জেলা শাসক। যার ফলে ঝাড়গ্রাম পৌরসভা এলাকায় সমস্ত কিছু বন্ধ রয়েছে। তাই ঝাড়গ্রাম মহকুমার মহকুমা শাসক বাবুলাল মাহাতোর নেতৃত্বে প্রশাসনের পক্ষ থেকে ঝাড়গ্রাম পৌরসভা ও ঝাড়গ্রাম চেম্বার অব কমার্সের সহযোগিতায় ঝাড়গ্রাম শহরের জুবলি মার্কেট, আদালত চত্বর, জেলাশাসকের কার্যালয় চত্তর সহ ঝাড়গ্রাম শহরের বিভিন্ন এলাকায় সোমবার সকাল থেকেই সেনিটাইজেশন এর কাজ শুরু হয়েছে। সেই সঙ্গে ঝাড়গ্রামের মহকুমা শাসক বাবুললাল মাহাতো ঝাড়গ্রাম জেলা প্রশাসনের পক্ষ থেকে সর্বস্তরের মানুষকে করোনা নিয়ে সচেতন করার পাশাপাশি প্রতিটি মানুষকে মুখে মাস্ক ব্যবহার করার আবেদন জানান । সেই সঙ্গে সকলকে করোনার বিধি নিষেধ মেনে চলার জন্য আবেদন জানান। ঝাড়গ্রাম জেলা প্রশাসনের এই উদ্যোগে খুশি ঝাড়গ্রাম শহরের বাসিন্দারা।