আবদুল হাই, বাঁকুড়াঃ সোমবার সকাল থেকেই ইন্দাস ব্লকের শাশপুর সব্জি বাজারে উপচে পড়া ভিড়।করোনার সংক্রমণ দিন দিন বেড়েই চলেছে।তাতেও এক শ্রেণির মানুষের হুঁস ফিরছে না। ইন্দাস থানার পুলিশের পক্ষ থেকে এদিন মাস্ক বিহীন অসচেতন ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে রাস্তায় নামল । বিভিন্ন দোকান হাটে-বাজারে ইন্দাস পুলিশের পক্ষ থেকে অসচেতন ব্যক্তিদের সচেতন করতে যাদের মুখে মাস্ক নেই তাদেরকে মাস্ক পরিয়ে দিলেন এবং কড়া পদক্ষেপ নিলেন এবং তার পাশাপাশি হুশিয়ারি দেন যে পরেরদিন থেকে যদি অযথা মাস্ক বিহীনভাবে ঘোরাঘুরি করতে দেখা যায় তাহলে কড়া ব্যবস্থা নেওয়া হবে।এছাড়াও যেসকল মাস্ক বিহীন দোকানদার দোকানে মাল পত্র বিক্রি করছেন অথচ মাস্ক পড়েননি তাদের ধমক দিলেন এছাড়াও এদিন ইন্দাস ব্লক প্রশাসন ও শাশপুর অঞ্চলের তরফ থেকে করোনা সচেতনতা মূলক প্রচার করা হয়।
ইন্দাস থানার পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছে করোনার গ্রাফ দিনদিন ঊর্ধ্বমুখী হ ওয়ায় রাজ্য সরকারের পক্ষ থেকে কড়া নির্দেশ সেই নির্দেশ পালনে র চেষ্টা চালাচ্ছেন ইন্দাস থানা পুলিশ ।