বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কোভিড ১৯-এ আক্রান্ত বালুরঘাট পৌরসভার ৪ কর্মী।

দক্ষিণ দিনাজপুর: বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, কোভিড ১৯-এ আক্রান্ত বালুরঘাট পৌরসভার ৪ কর্মী, পৌর পরিষেবা বহাল রাখতে সতর্কতা জারি করে বালুরঘাট পৌর অফিসের মূল প্রবেশ দ্বারের বাইরেই পরিষেবা প্রদান শুরু করল বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। জানা গেছে সোমবার থেকে বালুরঘাট পৌরসভার মূল প্রবেশ দ্বারের বাইরে থেকে ইনকাম সার্টিফিকেট, রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এবং লিগাল হেয়ার সার্টিফিকেট প্রদানের কাজ শুরু করেছে বালুরঘাট পৌর কর্মীরা। খুব জরুরী কাজ ছাড়া বালুরঘাট পৌরসভা অফিসের ভিতরে বর্তমানে প্রবেশের ক্ষেত্রে নানাবিধ বিধিনিষেধ জারি করেছে বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ। মঙ্গলবার বিভিন্ন কাজের প্রয়োজনে বালুরঘাট পৌরসভার আসা সাধারণ মানুষদের দেখা গেল পৌর ভবনের গেটের বাইরে থেকেই পরিষেবা গ্রহণ করতে। সূত্র মারফৎ প্রাথমিক খবর বালুরঘাট পৌরসভার অনলাইন ট্যাক্স সংগ্রহ বিভাগের ২ জন কর্মী এবং ২ জন ডাটা এন্ট্রি অপারেটর দিন কয়েক পূর্বে নিজেদের কোভিড পরীক্ষা করান। এরপর ঐ কর্মীদের কোভিড পরীক্ষার রিপোর্ট পজেটিভ আসার পর বালুরঘাট পৌরসভা কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নেয়। সূত্র মারফৎ এও খবর অনলাইনে ট্যাক্স প্রদান ছাড়া পৌর কর সংগ্রহেরও কাজ বর্তমানে বন্ধ রয়েছে। বালুরঘাট পৌরসভার কর্মী সুবীর মৈত্র বলেন সাধারণ মানুষদের যতটা সম্ভব আমরা বাইরে থেকেই পরিষেবা দিচ্ছি। কোভিড ১৯ চারিদিকে ছড়িয়ে গেছে, আমাদেরও বেশ কয়েকজন কর্মচারী আক্রান্ত। আমরা সামাজিক দূরত্ব বজায় রেখে কোভিড বিধি মেনে পরিষেবা দিয়ে চলেছি। যদিও বিষয়টি সমন্ধে বিস্তারিত জানতে বালুরঘাট পৌরসভার কার্যনির্বাহী আধিকারিক প্রদীপ ভট্টাচার্য্য এবং বালুরঘাট পৌরসভার চেয়ারম্যান শেখর দাশগুপ্ত-র সাথে ফোনে যো যোগাযোগ করার চেষ্টা করা হলে যোগাযোগ না হওয়ায় এই বিষয়ে উনাদের বক্তব্য জানা যায়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *