নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ‘আমরা স্কুলে যেতে চাই, তাই আপনারা দয়া করে মাস্ক পড়ুন।’- সরল অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ আর্জি। নদীয়ার ভীমপুর থানার আসাননগর এলাকায় দিশারী নামক এক সংস্থার উদ্যোগে এই আর্জি জানাচ্ছে কচিকাঁচা স্কুল পড়ুয়ারা। ওই সংস্থার উদ্যোগে ওইসব স্কুলপড়ুয়াদের পড়াশোনা কীভাবে চলে, করোনা পরিস্থিতি শুরুর সময় থেকেই দেখভাল করা হয়ে থাকে। করোনা পরিস্থিতি আবার সাংঘাতিক পর্যায়ে পৌঁছে গেছে। আবার বন্ধ হয়ে গিয়েছে স্কুল কলেজ। কবে আবার সেই স্কুল কলেজ খুলবে তা জানা নেই কারও। ভবিষ্যৎ নষ্ট হচ্ছে পড়ুয়াদের। বিশেষ করে প্রাথমিক স্কুলস্তরের পড়ুয়াদের। অনিশ্চিতার দিকে এগিয়ে যাচ্ছে ক্রমশ তাদের পড়াশোনার ভবিষ্যৎ। তাই তারা পথে নেমেছে। নিজেরাই পথচলতি মানুষদের মাস্ক বিতরণ করে জানাচ্ছে আর্জি, আপনারা মাস্ক পড়ুন, তবে আমরা স্কুলে যেতে পারব। করোনা সচেতনতা আনার জন্য সমাজ সেবী বিভিন্ন স্তরের মানুষ বিভিন্নভাবে প্রচেষ্টা চালাচ্ছেন। প্রশাসনের কড়া নজরদারি চলছে। তবু মানুষের মধ্যে ফিরছেনা সচেতনতা। এবারে কচিকাঁচা স্কুলপড়ুয়াদের আর্জি, মানুষের মধ্যে বিন্দুমাত্র সচেতনতা নিয়ে আসে কিনা সেটাই দেখার।