মালদা, নিজস্ব সংবাদদাতাঃ- নামাজ পাঠের সময় চিৎকার চেঁচামেচির প্রতিবাদ করায় এক নিরীহ পরিবারের ৩ জনকে বেপরোয়াভাবে মারধর করা হয়। অভিযুক্তদের আক্রমণে আক্রান্ত হন বাবা-সহ দুই ছেলে। তাদের আশঙ্কাজনক অবস্থায় প্রথমে ভর্তি করা হয় রতুয়া থানার গ্রামীণ হাসপাতলে, পরে সেখান থেকে স্থানান্তরিত করা হলে রাতে মালদা মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়। আক্রান্ত বাবার নাম কুদ্দুস শেখ (৬৭) এবং দুই ছেলে এশারুদ্দিন শেখ (৪২) নাসিরুদ্দিন শেখ (৩৫)। রতুয়া থানার দক্ষিণ শাহাপুরে বাড়ি তাদের। সোমবার বিকেলে নামাজ পড়ছিলেন পরিবারের সকলে মিলে। ওই সময় বাড়ির সামনে ১০-১২ জন শিশু খেলাধুলা করার সঙ্গে সঙ্গে চিৎকার চেঁচামেচি করছিল। নামাজ পড়ার সময় চিৎকার চেঁচামেচি থামতে বলাই উল্টে আক্রান্ত হতে হয় তাদের। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত রবিউল ইসলাম, কামরুল ইসলামসহ ১০-১৫ জনের একটি দল ইট পাটকেল, লোহার রড-সহ অন্যান্য অস্ত্র নিয়ে চড়াও হয় ওই পরিবারের ওপর। রতুয়া থানায় অভিযোগ দায়ের হয়েছে। ঘটনা তদন্তে নেমেছে পুলিশ।