আবদুল হাই,বাঁকুড়াঃ বাঁকুড়া জেলার ইন্দাস ব্লক এবং পঞ্চায়েত সমিতি যৌথ উদ্যোগে ইন্দাস ব্লকের ৪৭ টি পরিবারের হাতে পাট্টা প্রদান করা হলো । ইন্দাস ব্লকের আঠপাড়া আউশনারা রোল চিচিঙ্গা গোপালগঞ্জ ছত্রখন্ড সহ একাধিক মৌজায় মোট ১৫৫ টি পরিবারকে পাট্টা প্রদান করা হবে। করোনা বিধির কথা মাথায় রেখে ১১ ই জানুয়ারি মোট ৪৭ টি পরিবারের হাতে পাট্টা প্রদান করা হয় ।প্রান্তিক এবং ভূমিহীন দরিদ্র পরিবারগুলি হাতেই এই পাট্টা প্রদান করা হয় ।আগামী দিনে বাকি ১০৮ টি পরিবারের হাতে ধাপে ধাপে করোনা বিধি মেনে ক্যাম্প করে এই পাট্টা প্রদান করা হবে । এরফলে ভূমিহীন পরিবার গুলো খুবই উপকৃত কারণ তাদের মাথা গোঁজার মতো আস্তানা না থাকায় সরকারিভাবে এই পাট্টা পেয়ে খুবই উপকৃত বলেই জানালেন উপভোক্তারা এর জন্য মাননীয়া মুখ্যমন্ত্রী কে ধন্যবাদ জানালেন ।আজকের এই পাট্টা প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইন্দাস এর সমষ্টি উন্নয়ন আধিকারিক মানসী ভদ্র চক্রবর্তী ইন্দাস পঞ্চায়েত সমিতির সভাপতি ফরিদা খাতুন ইন্দাস এর বিএলআরও এবং বিভিন্ন জনপ্রতিনিধিরা ।