রাজ্যের সাথে তাল মিলিয়ে জেলায় দিনের পর দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ।

0
378

নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- রাজ্যের সাথে তাল মিলিয়ে জেলায় দিনের পর দিন বেড়েই চলেছে করোনা সংক্রমণ। প্রথম ও দ্বিতীয় ঢেউ নাজেহাল করে দিয়েছিল সাধারণ মানুষের জীবন। এইবার তৃতীয় ঢেউ আটকাতে সরকার থেকে জারি করা হয়েছে একাধিক বিধি নিষেধ। প্রশাসনের তরফ থেকে একাধিকবার প্রচার করা হচ্ছে মাস্ক পড়ার ও সামাজিক দূরত্ব বজায় রাখার কথা। কিন্তু এখনো বেশিরভাগ মানুষই অসচেতন। সামাজিক দূরত্ব তো  দূরের কথা, বেশিরভাগ মানুষই পড়ছেন না ঠিকঠাক ভাবে মাস্ক। এবার সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়াতে পথে নামলো জটেশ্বর ফাঁড়ির পুলিশ। মঙ্গলবার ফালাকাটা ব্লকের জটেশ্বর বাজার সহ বিভিন্ন এলাকা গুলিতে করোনা সচেতনতা প্রচার অভিযান করলো জটেশ্বর ফাঁড়ির পুলিশ।