পশ্চিম মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- বৃষ্টির পূর্বাভাস আছিলি কিন্তু পাঁচ মিনিটের মিনি টর্নেডো সবকিছু শেষ করে দিয়ে যাবে তা বুঝতে পারেননি এলাকার বাসিন্দারা । হঠাৎই বৃষ্টির সঙ্গে টর্নেডো ঝরে দশটি বাড়ি ভেঙে গেছে বলে জানা গেছে । উপরে পড়েছে বিদ্যুতের খুঁটি । গাছ পড়ে যাওয়ায় রাস্তা বন্ধ এলাকাবাসীদের চরম সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা । ঝড়ের গতি এতটাই ছিল জাতীয় সড়কের 6 উপরে দিয়ে যাচ্ছিল একটি কন্টেইনার সেটিও উল্টে যায় জাতীয় সড়কের উপরে কন্টেইনার উল্টে যাওয়ায় প্রায় আধঘন্টা যানজট সৃষ্টি হয । খবর পেয়ে পরিদর্শনে যান স্থানীয় পুলিশ প্রশাসন ও ভিডিও । ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর খড়গপুর গ্রামীণ থানার অন্তর্গত সুলতানপুর এলাকায় । গাছ পড়ে গিয়ে ক্ষতিগ্রস্ত বাড়িতে ত্রিপল ও শুকনো খাওয়া দিয়ে এলেন পুলিশ প্রশাসন।
Leave a Reply