অকাল বৃষ্টিতে রবি শস্যের ক্ষতির আশঙ্কা কৃষকদের, ক্ষতির আশঙ্কা সবজি থেকে আলুর, নদীয়ার একাধিক ব্লকের কৃষকদের আশঙ্কা।

0
359

নদীয়া, নিজস্ব সংবাদদাতা :- নদীয়া জেলার বিভিন্ন ব্লকে শীতকালীন রবি শস্য চাষের জন্য বিখ্যাত। বিশেষ করে সবজি চাষ শীতকালে ব্যাপক হারে নদীয়া জেলা জুড়ে হয়।
কল্যাণী, হরিণঘাটা, চাকদহ, কৃষ্ণগঞ্জ সহ বেশ কিছু ব্লকে শীতকালীন সবজি ব্যাপক হারে চাষ হয়।
এই সময়ে বৃষ্টিতে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, শাক সহ সবজির ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

কয়েকদিন আগেই নিন্মচাপের জেরে প্রবল বৃষ্টিতে ক্ষতির মুখে পরে ছিল চাষিরা । তাদের সমস্ত ফসল নষ্ট হয়েছিল বৃষ্টির জলে । এখন আবারও এই অকাল বৃষ্টিতে যেন গোদের উপর বিশ ফোরার কাজ করছে ।

এইবার একটু বেগুনে বেশি লাভ করার আশায় অনেক চাষিরাই বেগুন চাষ করেছিল । কিন্তু আবার কাল থেকে বৃষ্টি হওয়ায় বেগুন গাছে জল ধরে গেছে ফলে বেগুন নষ্ট হচ্ছে । এখন কি করবেন বুঝে উঠতে পারছেনা ।