সুভাষ চন্দ্র দাশ,ক্যানিং – সুন্দরবন পৃথিবীর বৃহত্তম বাদাবন ম্যানগ্রোভ অরণ্য।সেখানে ডাঙায় বাঘ আর জলে কুমীর।ইদানিং কালে সুন্দরবনের রয়্যাল বেঙ্গল টাইগার কে প্রতিনিয়ত লোকালয়ে বিচরণ করার ঘটনা ঘটে চলেছে। আর এই ঘটনায় বারে বারে সুন্দরবন জঙ্গল সংলগ্ন লোকালয়ে আতঙ্কের পরিবেশ তৈরী হচ্ছে।মঙ্গলবার সকালে আবারও লোকালয়ে ঢুকে পড়ে একটি পূর্ণ বয়স্ক বাঘ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়।ঘটনাস্থল প্রত্যন্ত সুন্দরবনের গোসাবা ব্লকের বালি ১ গ্রাম পঞ্চায়েতের মথুরাখন্ড গ্রাম। শুধু লোকালয়ে ঢুকে পড়া নয়। বাঘ রীতিমতো লোকালয়ে ঢুকে তান্ডব চালিয়েছে। সেখানে জনৈক হাবুল দাস এর গোয়াল ঘরে ঢুকে একটি গরু ও তিনটি ছাগল কে আক্রমণ করে মেরে ফেলে।গ্রামবাসীর বাঘের পায়ের ছাপ দেখে আতঙ্কিত হয়ে পড়ে।গ্রামবাসীদের ধারণা পীরখালি জঙ্গল থেকে বাঘটি বেরিয়ে বিদ্যা নদী সাঁতরে মথুরাখন্ড গ্রামে হানা দেয়।পরে স্থানীয় জঙ্গলে পালিয়ে গিয়ে আশ্রয় নেয় বলে ধারণা।
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে হাজীর হয়েছেন সুন্দরবন ব্যাঘ্র প্রকল্পের বিদ্যা রেঞ্জের বন কর্মীরা।হাজীর হয়েছেন এলাকার বিধায়ক সুব্রত মন্ডল ও।সেখানে সন্দেহভাজন জঙ্গল কে জাল দিয়ে ঘেরার কাজ শুরু করেছেন বনদফতরের কর্মীরা।