স্কুল কলেজ ছাত্র ছাত্রীদের জন্য নদীয়ায় এই প্রথম জ্যোতির্বিজ্ঞান বিষয়ক আলোচনা এবং আকাশ পর্যবেক্ষণ কেন্দ্র হতে চলেছে।

0
404

নদীয়া, নিজস্ব সংবাদদাতা:- ছাত্র-ছাত্রীরা জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে পড়াশোনা করলেও বাস্তব সম্পর্কে তাদের বিশেষ জ্ঞান না থাকায় জ্যোতির্বিজ্ঞান নিয়ে পড়াশোনার প্রতি তারা কিছুটা অনাগ্রহী হয়ে পড়ে। সেই ভাবনা থেকেই নদীয়ার শান্তিপুরের বড় গোস্বামীপাড়ার বাসিন্দা রাজীব বসু জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে বাস্তব ধারণা ছাত্রছাত্রীদের মধ্যে তৈরি করানোর উদ্দেশ্যে নিয়ে নিজের বাড়িতেই বসেছেন তিনি টেলিস্কোপ সহ জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে জানার বিভিন্ন রকমের যন্ত্র। শান্তিপুর মিউনিসিপ্যাল হাই স্কুলের ছাত্র রাজীব বসু এর আগে নিজের স্কুলে একটি টেলিস্কোপ উপহার দিয়েছেন। এবার তিনি চান জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ছাত্র-ছাত্রীদের বাস্তব দিয়ে তৈরি করাতে। তিনি নিজের বাড়িতেই টেলিস্কোপ এবং জ্যোতির্বিজ্ঞানের বিভিন্ন রকম যন্ত্রের মাধ্যমে ছাত্র-ছাত্রীদের জ্যোতির্বিজ্ঞান সম্পর্কে ধারণা তৈরি করতে আগ্রহী।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here