নিজস্ব সংবাদদাতা, আলিপুরদুয়ার:- ফালাকাটা ও মাদারিহাট ব্লকের সংযোগ রক্ষাকারী মুজনাই নদীর লখিয়তুল্লা ঘাটের সেতুর দাবি দীর্ঘ দিনের। দীর্ঘ ২৮ বছর ধরে বিভিন্ন মাধ্যমে বহু দাবিপত্র পেশ করা হলেও সেতু নির্মাণে কোনো পদক্ষেপ গ্রহন করেনি দুই ব্লকের নেতা মন্ত্রী, ব্লক প্রশাসন থেকে ঊর্ধ্বতন কতৃপক্ষ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ১৯৯৩ সালে বিধ্বংসী বন্যায় উক্ত স্থানের পাঁকা সেতু ভেঙে যায়। সেতু না থাকায় চরম দুর্ভোগ পোহাতে হয় এলাকাবাসীদের। লখিয়তুল্লা ঘাটে মুজনাই নদীর উপর সেতু নির্মাণের দাবি দীর্ঘ দিনের।
Leave a Reply