মৌমাছি চাষের মাধ্যমে কৃষকদের সাবলম্বী করতে সচেষ্ট কৃষি দপ্তর।

0
700

দক্ষিণ দিনাজপুর : মৌমাছি চাষের মাধ্যমে কৃষকদের সাবলম্বী করতে সচেষ্ট কৃষি দপ্তর। দক্ষিণ দিনাজপুর জেলার মূলত গঙ্গারামপুর ব্লকের একাধিক জায়গায় ইতিপূর্বে মৌমাছি চাষ বহুল দেখা গেলেও এবার কৃষি দপ্তরের উদ্যোগের কুশমন্ডি ব্লকের একাধিক জায়গায় শুরু হতে চলেছে মৌমাছি চাষ। গতানুগতিক চাষের পাশাপাশি কুশমন্ডি ব্লকের কৃষকদের মৌমাছি চাষে আগ্রোহী করে তুলতে আত্মা প্রকল্পের অধীনে
কুশমন্ডি ব্লকের একাধিক গ্রাম পঞ্চায়েত এলাকার মোট ৭ জন কৃষকদের হাতে মৌমাছি চাষের বাক্স তুলে দিল কৃষি দপ্তর। কৃষকদের হাতে মৌমাছি চাষের বাক্স তুলে দেওয়াকালীন সময়ে উপস্থিত ছিলেন কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস, কৃষি কর্মাধ্যক্ষ রেজা জাহির আব্বাস, কৃষি দপ্তরের এ.ডি.এ বিক্রমদীপ ধর। এদিন আত্মা প্রকল্প থেকে মৌমাছি চাষের বাক্স প্রাপক আকচা গ্রাম পঞ্চায়েতের দীননাথ সরকার, কালিকামোড়া গ্রাম পঞ্চায়েতের বিপুল গোস্বামী-রা
জানিয়েছেন এই বাক্সের মাধ্যমে তারা মৌমাছির চাষ করে ১৫-২০ দিনে ৫-৬ কেজি মধু পেতে পারেন। যা বাজারে বিক্রি করে তাদের আর্থিকভাবে সাবলম্বী হওয়ার ক্ষেত্রে সহায়ক হবে। কৃষি দপ্তরের এডিএ বিক্রম দীপ ধর জানিয়েছেন মধু উৎপাদন করে সাবলম্বী হতে সাহায্য করার লক্ষ্যেই তাদের এহেন উদ্যোগ। কুশমন্ডি পঞ্চায়েত সমিতির সভাপতি সুনন্দা বিশ্বাস বলেন আমরা সিদ্ধান্ত নিয়েছিলাম যে বিভিন্ন ধরণের চাষবাস এখানে হলেও এধরণের চাষবাস এখানে হয়নি। তিনি বলেন আমরা এই উদ্যোগ গ্রহণ করেছি কারন এখানকার মানুষরাও যাতে মধু বিক্রি করে তাদের আর্থ সামাজিক উন্নয়ন করতে পারে।