করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স।

মালদা, নিজস্ব সংবাদদাতা : করোনা মোকাবিলায় সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামল মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্স।
রবিবার সকাল সাড়ে দশটা নাগাদ মালদা শহরের রথবাড়ি এলাকায় সবজি বাজার, নেতাজি পৌরবাজার, নেতাজি কমের্সিয়াল বাজারসহ বিভিন্ন এলাকায় ঘুরে মাস্ক বিতরণের পাশাপাশি নো মাস্ক নো সার্ভিস লেখা স্টিকার আটকে দেন বিভিন্ন জায়গায়।
উপস্থিত ছিলেন,মালদা মার্চেন্টস চেম্বার অব কমার্সের সহ-সভাপতি কমলেশ বিহানি,অসিত সাহা, সম্পাদক জয়ন্ত কুন্ডু, যুগ্ম সম্পাদক উত্তম বসাক, উজ্জল সরকার, উজ্জল ভদ্র, ইসি মেম্বার হিমাদ্রি রায় সহ অন্যান্য ব্যবসায়ীরা।
সারাদেশের সঙ্গে মালদা জেলাতেও বাড়ছে করোনা সংক্রমনের সংখ্যা। এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে সচেতন করতে রাস্তায় নামে ব্যবসায়ী সংগঠনের সদস্যরা। মাস্ক বিতরণ এর পাশাপাশি প্রতিটি দোকান, শপিং মল এবং বিভিন্ন পরিবহনে নো মাস্ক নো সার্ভিস লেখা স্টিকার আটকে দেন তারা।
তারা সাধারণ মানুষের কাছে আবেদন করেন ক্রেতা এবং বিক্রেতা প্রত্যেকে যেন মাস্ক পড়েন এবং সামাজিক দূরত্ব বজায় রাখেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *