আবারও আজ থেকে আংশিক লক ডাউনের সময় সীমা বাড়াল দুবরাজপুর পৌরসভা।

0
287

বীরভূম, সেখ ওলি মহম্মদঃ-গতকাল বীরভূম জেলার দুবরাজপুর পৌরসভার পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি জারি করা হয় যে, ১৬ জানুয়ারি থেকে ২৩ জানুয়ারি পর্যন্ত সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৫ টা পর্যন্ত সমস্ত দোকানপাট খোলা থাকবে। কিন্তু আজ আবার পরিবর্তন করা হল সময়সূচি। আজ সকাল ৬ টা থেকে সন্ধ্যা ৬ টা পর্যন্ত সমস্ত দোকানপাট খোলা থাকবে এবং মিষ্টি দোকান সন্ধ্যা ৭ টা পর্যন্ত খোলা থাকবে। শুধুমাত্র ওষুধের দোকান সবসময়ের জন্য খোলা থাকবে বলে জানান দুবরাজপুর পৌরসভার প্রশাসক পীযূষ পান্ডে। উল্লেখ্য, দুবরাজপুরেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। তাই মানুষের স্বার্থে এই পদক্ষেপ বলে জানান পৌর প্রশাসক। ব্যবসায়ীদের স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা পেয়েছেন বলেও তিনি জানান।