২৫ বছর বয়সের বুলেট মোল্লা কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছানাগত।

0
327

আব্দুল হাই, বাঁকুড়াঃ – কালাম মোল্লার হতভাগ্য সন্তান বুলেট মোল্লা। বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের করিশুন্ডা গ্রামের বাসিন্দা।
বুলেট মোল্লাবর্তমান বয়স ২৫ বছর
হঠাৎ করে কিডনি রোগে আক্রান্ত হয়ে বিছানায় শয্যাশায়ী।
উঠে দাঁড়াবার ক্ষমতা নেই, আর দশটা যুবকের মতো চলাফেরা, দৌড়ঝাঁপ তার কাছে এবং তার বাবা-মার কাছে দুঃস্বপ্ন।বাবা কালাম মোল্লা ধার দেনা করে ছেলেকে একটি টটো কিনে দিয়েছিলেন সংসারে সচ্ছলতা ফিরে আসবে বলে। কিছুদিন টটো চালানোর পর বুলেট মোল্লা আজ বিছানায় শয্যাশায়ী।


পেশায় প্রায় রুটির কারখানায় কালাম মোল্লার যেটুকু রোজকার সেটুকু দিয়ে কোন রকমে সংসার চলে তবুও ছেলের চিকিৎসার জন্য ডাক্তারের কাছে গেছেন, খরচও করেছেন যেটুকু পুঁজি ছিল তাও চলে গেছে ছেলের চিকিৎসায় ।কিডনি রোগের আক্রান্ত হয়ে শক্তি হারিয়েছে বুলেট মোল্লা শুধু তাই নয় নিজের খাবারটুকু নিজে খেতে পারে না, মা কোনরকমে খাওয়ান।
শুধুমাত্র অর্থের অভাবে ২৫ বছরের তরতাজা যুবক আজ বিছানায় শয্যাশায়ী। বাবা-মার মনতো মানেনা, তাঁরা চান আর সকলের মতোই তাদের সন্তান সুস্থ স্বাভাবিক জীবনে ফিরে হাসিতে খুশিতে ভরিয়ে তুলুক ঘর, চেষ্টা তাই জারি আছে আজও কিন্তু সংসার যে অচল কোথা থেকে আসবে অর্থ!

অভাব যখন নিত্যসঙ্গী তখন সন্তানের চিকিৎসা চালিয়ে যাওয়াটা দিন দিন অসম্ভব হয়ে পড়েছে।চাই আন্তরিকতার সঙ্গে বুলেট মোল্লা
কে সুস্থ করে তোলার আর্থিক জোগান ও সহযোগিতা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here