জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মহম্মদ নজরুল ইসলামের উদ্যোগে দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিলির কর্মসূচি গ্রহণ করা হলো।

0
281

মালদা , নিজস্ব সংবাদদাতাঃ- জেলা তৃণমূলের সংখ্যালঘু সেলের চেয়ারম্যান মহম্মদ নজরুল ইসলামের উদ্যোগে দুঃস্থ মানুষদের মধ্যে শীতবস্ত্র বিলির কর্মসূচি গ্রহণ করা হলো। সোমবার মোথাবাড়ি থানার বাঙীটোলা গ্রাম পঞ্চায়েত স্কলার্স একাডেমীর  ময়দানে কয়েক হাজার দুঃস্থ মানুষদের কম্বল বিলি করা হয় জেলা সংখ্যালঘু সেলের চেয়ারম্যানের উদ্যোগে।

জেলা তৃনমূল সংখ্যালঘু সেলের চেয়ারম্যান নজরুল ইসলাম জানিয়েছেন, প্রতি বছর গরীব দুঃস্থ  মানুষদের কম্বল বিতরণ করা হয়ে থাকে। যেটা ফান্ড ,সরবরাহ করেন আজমল ফাউন্ডেশন। আজমল ফাউন্ডেশনের পক্ষ থেকে এবারে আমরা মালদা জেলায় এখনো পর্যন্ত ১০ টি  ক্যাম্প করা হয়েছে। বিগত দিনে সুজাপুর বামনগ্রাম , গয়েশবাড়ি ,হরিশ্চন্দ্রপুর, চাচোল ,মানিকচক, শাহবাজপুর, বামনগোলা সহ বিভিন্ন এলাকায় দুঃস্থ মানুষদের তালিকা তৈরি করে গরম পোশাক বিলির কর্মসূচি গ্রহণ করা হয়েছে।  এদিন করোনা পরিস্থিতির মধ্যে সমস্ত সরকারি নির্দেশ পালন করে কম্বল বিতরণ করা হয়েছে ।