সরকারের উদ্যোগে বাঁকুড়া জেলায় পৌঁছল গঙ্গাসাগরের পবিত্র জল।

0
360

আবদুল হাই, বাঁকুড়াঃ সরকারি উদ্যোগে রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি বাঁকুড়া জেলার জঙ্গলমহলের খাতড়ায় এসে পৌঁছল গঙ্গাসাগরের পবিত্র জল। কোভিড পরিস্থিতির কারনেই এই প্রথমবার গঙ্গাসাগর থেকে রাজ্যের বিভিন্ন জেলাতে পবিত্র জল পাঠানোর উদ্যোগ নেওয়া হয় সরকারীভাবে। সেই জল বাঁকুড়ার খাতড়া ঐতিহ্যবাহী শ্মশানকালি মন্দিরে আনা হয়। পবিত্র জল আসার খবরে বাঁকুড়া খাতড়া শ্মশানকালি মন্দিরে পুন্যার্থীদের ভীড় জমছে। মকর স্নান করতে অনেকেই পৌঁছে যান গঙ্গাসাগরে। যাওয়ার ইচ্ছে থাকলেও কোভিড কালে অনেকেই পৌঁছতে পারেনি সেখানে। তাই সরকারী ভাবে জেলায় জেলায় পুন্যার্থীদের সেই স্বাদ পুরনে পবিত্র জল পাঠানোর উদ্যোগ নেওয়া হয়। সেই পবিত্র জল আসায় খুশি পুন্যার্থীরা। পবিত্র জল প্রনাম করে এই বছরের গঙ্গাসাগরে না যাওয়ার ইচ্ছে পূরন করে মনের কামনা মিটিয়ে নিচ্ছেন পুন্যার্থীরা। খাতড়া শ্মশান কালি মন্দির কমিটিও রাজ্য সরকারের এই উদ্যোগে খুশি হয়েছেন। এই জল স্পর্শ ও প্রনাম করে অনেকেই সেই আশা পূরন করার সুযোগ পেলেন।