পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডলঃ– পানীয় জলের দাবীতে রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। রিপোর্টে প্রকাশ পানীয় জল সরবরাহে দেশের শীর্ষে পশ্চিমবঙ্গ।অথচ জেলার নিতুরিযা সাঁতুড়ীর ব্লকে বিভিন্ন জায়গায় পানীয় জলের অভাবে রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে হচ্ছে মানুষকে। আজ সড়বড়ি – বাঁকুড়া রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখালেন সাঁতুড়ী থানার বালিতোড়া গ্রামের বাসিন্দারা।বালিতোড়া অঞ্চল প্রধানকেও ঘিরে ধরে চলে বিক্ষোভ।খবর পেয়ে ঘটনাস্থলে যান সাঁতুড়ী থানার ওসি বিশ্বজিত ব্যানার্জি, জনস্বাস্থ্য কারিগরী দপ্তরের লোকজন।তাদের ঘিরে বিক্ষোভ দেখান স্থানীয় বাসিন্দারা। তাদের অভিযোগ একসপ্তাহ ধরে পানীয় জল সরবরাহ বন্ধ। অভিযোগ জানিয়েও কোন ফল হয়নি, তাই রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে বাধ্য হয়েছি। সংশ্লিষ্ট দফতর সূত্রে জানা যায় ভাল্ভ খারাপ থাকার কারনেই জল সরবরাহ বন্ধ।দ্রুত সমস্যার সমাধান করা হবে। রাস্তা অবরোধের কারনে বেশ কিছুক্ষণ যান চলাচল বন্ধ হয়ে যায়।