মনিরুল হক, কোচবিহারঃ পশ্চিমী ঝঞ্জা যত কেটে যাচ্ছে শীতের প্রকোপ ততটা বাড়তে চলেছে। সমস্যায় পড়ছে বিশেষ চাহিদা সম্পন্ন দুঃস্ত মানুষরা। তাদের কথা চিন্তা করে আজ মাথাভাঙ্গা ১ নং ব্লক অফিসে বিশেষ চাহিদা সম্পন্ন দুঃস্থ ব্যক্তিদের হাতে শীত বস্ত্র তুলে দেওয়ার ব্যবস্থা করা হয়।
এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন মাথাভাঙ্গা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা, মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির সভাপতি সুজাতা বর্মন, সহ-সভাপতি মজিরুল হোসেন, মাথাভাঙা ১ নং পঞ্চায়েত সমিতির নারী-শিশু সমাজকল্যাণ কর্মদক্ষ কল্যাণী রায়। অন্যান্য কর্মাধ্যক্ষদের মধ্যে উপস্থিত ছিলেন, সুরো বালা মন্ডল, মোকসেদুল হোসেন, মহেন্দ্র নাথ বর্মন, প্রতিবন্ধী সংগঠনের নেতা আমিনুর রহমান প্রমূখ ব্যক্তিবর্গরা। এদিন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিরা শীতবস্ত্র হাতে পেয়ে ভীষণ খুশি হয়েছেন।
মাথাভাঙা ১ নং ব্লকের বিডিও সম্বল ঝা বলেন, সরকারের সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের হাতে আজ শীতবস্ত্র তুলে দেওয়া হল। ভবিষ্যতে এ ধরনের কর্মসূচি চালানো হবে বলে তিনি জানান।
প্রতিবন্ধী সংগঠনের নেতা আমিনুর রহমান বলেন, মাথাভাঙা ১ নং ব্লক এবং পঞ্চায়েত সমিতি বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিদের কথা ভাবে। তাই আজ বিশেষ চাহিদা সম্পন্ন দুঃস্থ ব্যক্তিদের হাতে শীতবস্ত্র তুলে দেওয়ায় আমরা ভীষণ খুশি হয়েছি।