জলপাইগুড়ি, নিজস্ব সংবাদদাতাঃ- সার্করোডের ময়নাগুড়ির জল্পেশে প্রায় ২০ টি ওভারলোডিং ট্রাক আটকে বিক্ষোভ স্থানীয়দের। যাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল বুধবার দুপুরে। বিক্ষোভকারীদের মধ্যে স্থানীয়দের পাশাপাশি স্থানীয় ট্রাক মালিকরাও রয়েছে। বিক্ষোভের জেরে আটক ট্রাক চালকরা ওভারলোডিং এর কথা স্বীকার করে নেয়। এই ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে ময়নাগুড়ি থানার পুলিশ। বিক্ষোভকারীদের অভিযোগ মাসোহারা দেওয়ায় ছাড় পাচ্ছে ওভারলোডিং ট্রাক। অথচ ময়নাগুড়ির ট্রাক মালিকরা অন্য রুটে ট্রাক চালানোর সময় সামান্য পরিমাণ ওভারলোডিং থাকলেই ফাইন করা হয়। কিন্তু ময়নাগুড়িতে দিনের পর দিন পুলিশ প্রশাসনের নিষ্ক্রিয়তায় ওভারলোডিং পাথর ও বালি নিয়ে চলাচল করছে ট্রাক ময়নাগুড়িতে৷ অন্যদিকে এদিন আটক ট্রাক গাড়ি গুলি সতর্ক করে ছেড়ে দেয় পুলিশ বলে জানা গেছে।
পুলিশ সূত্রে খবর এ ব্যাপারে ময়নাগুড়ি থানায় কোনো অভিযোগ জমা পড়েনি।