পূর্ব মেদিনীপুর, নিজস্ব সংবাদদাতা:- পূর্ব মেদিনীপুর জেলার শিল্প শহর হলদিয়ায় এক্সাইড শিল্পসংস্থার আইএনটিটিইউসি সমর্থিত শ্রমিকদের বিক্ষোভের জেরে বেশ কিছুদিন ধরে শ্রমিকদের সাথে অস্থায়ী কর্মীদের চুক্তিপত্র মানতে রাজি হচ্ছিল না তাই ম্যানেজমেন্টের বিরুদ্ধে শাসানি ও অনৈতিক ভাবে শ্রমিক ছাটাই-এর অভিযোগ তুলে হলদিয়ার দুর্গাচকে একটি ব্যাটারি কারখানার আইএনটিটিইউসি সমর্থিত ঠিকা শ্রমিকরা মঙ্গলবার দুপুরে হলদিয়ার এসডিও অফিস ঘেরাও করে বিক্ষোভ ও দেখিয়ে ছিল।
উল্লেখ্য এর আগে কারখানার গেটে দিনভর কর্মবিরতি পালন করে বিক্ষোভ দেখিয়েছিল তারা। সূত্রের খবর বিক্ষোভ কারী শ্রমিকরা কারখানার অটোমোটিভ সেকশনে গাড়ির ব্যাটারির আলফা চার্জিং পয়েন্টের সঙ্গে যুক্ত ওই শ্রমিকরা। তাঁদের বক্তব্য, তাঁদের বাড়তি কাজে বাধ্য করছে কারখানা কর্তৃপক্ষ। উৎপাদন বাড়ানোর জন্য তাঁদের উপর জবরদস্তি করা হচ্ছে এবং শাসানো হচ্ছে বলেও দাবি করেন। তাদের আরও অভিযোগ, শ্রমিকদের একটি সেকশন থেকে অন্য সেকশনে বদলি করা হচ্ছে। এর ফলে সমস্যায় পড়তে হচ্ছে। প্রতিবাদ করায় তিনজনের বিরুদ্ধে শাস্তি মূলক ব্যবস্থা নেওয়া হয়েছে। শ্রমিকদের ভয় দেখিয়ে সই করানো হয়েছে, অনায্য ভাবে শ্রমিকদের কাজ থেকে বাদ পযর্ন্ত দেওয়া হয়েছে।রূপম চ্যাটার্জির দাদাগিরি ও হিটলারী মনোভাব তারা মানতে চায় না। এর প্রতিবাদে তারা এইদিন প্ল্যাকার্ড হাতে নিয়ে বিক্ষোভ দেখায়। এইদিন কারখানা কর্তৃপক্ষ ক্ষুব্ধ হয়ে নবান্নের সাথে যোগাযোগ করে বলেই খবর। নবান্নের নির্দেশে দুই কারখানার শ্রমিক নেতা সৌমেন বাগ, ও সেক মইউদ্দীন গ্রেপ্তার ও দুই জেলা তৃণমূল উচ্চ নেতৃত্ব কে আটক করে জিজ্ঞাসাবাদ করছে দুর্গাচক থানার পুলিশ। জেলা তৃণমূল আই এন টি টিইউ সি সভাপতি তাপস মাইতি ও হলদিয়া তৃণমূল কনভেনার সঞ্জয় ব্যানার্জি কে আটক করেছে পুলিশ।