নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- রাজ্যে মেলা, খেলা, পানশালা সমস্ত কিছুই খোলা ।কিন্তু স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় বন্ধ কেন? এই প্রশ্ন তুলে ছাত্র সংগঠন এআইডিএসও এর পক্ষ থেকে অভিভাবকসহ স্কুলের ছাত্র-ছাত্রীদের নিয়ে বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ের সামনে অবস্থান বিক্ষোভ কর্মসূচি পালন করা হয়। অবস্থানে মূলত স্কুলের ছাত্র-ছাত্রীরা অংশ নেয়। সংগঠনের রাজ্য কমিটি আহুত এই কর্মসূচি মেদিনীপুর ছাড়াও সবং, বেলদা সহ একাধিক জায়গায় হয়। মেদিনীপুরের এই বিক্ষোভ অবস্থানে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সম্পাদক ব্রতীন দাস এবং সভাপতি বিশ্বরঞ্জন গিরি। ব্রতীন দাস বলেন, স্কুল-কলেজের করোনা নিয়ন্ত্রণের উপযুক্ত পরিকাঠামোর গড়ে তোলা এবং সমস্ত ছাত্র-ছাত্রীদের ভ্যাকসিনেশনের করার জন্য সরকার যথেষ্ট সময় পেয়েছে। কিন্তু রাজ্য সরকার উদ্দেশ্য প্রণোদিতভাবে ওই দিকে না গিয়ে শুধুমাত্র স্কুল-কলেজকে বন্ধ করে রাখছে। এইভাবে বছর বছর করোনা পরিস্থিতি চলতে থাকলে তাহলে কি স্কুল-কলেজ কোনদিনই খুলবেনা? আগামী দিনে দেশের ভবিষ্যৎ কারা? তাদের ভবিষ্যৎ নিয়ে সরকার কি করছে? এছাড়াও বলেন, আমরা মনে করি করোনার তৃতীয় ঢেউর বাড়বাড়ন্ত সরকারের মেলা, খেলা, ভোট সহ একাধিক কর্মসূচি। করোনা যেখানে বাড়বে সেগুলো না আটকে শুধুমাত্র স্কুল-কলেজ বন্ধ করা উদ্দেশ্যপ্রণোদিত বলে তিনি জানান।
Home রাজ্য দক্ষিণ বাংলা পশ্চিম মেদিনীপুর জেলা প্রাথমিক শিক্ষা সংসদের কার্যালয়ের সামনে এআই ডি এস ও...