পুরুলিয়া, শিবপ্রসাদ মন্ডলঃ- বৃহস্পতিবার বলরামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপ’- প্রধান দীপক বর্মার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব ৯ শুন্য ভোটে পাশ হয়ে গেলো বলরামপুর গ্রাম পঞ্চায়েতের সভা গৃহে।বলরামপুর ব্লক যুগ্ম সমষ্টি উন্নয়ন আধিকারিক নিশান বড়ুয়ার উপস্থিতিতে এদিন উপ প্রধানের বিরুদ্ধে আনা অনাস্থায় তৃণমূলের নয় জন সদস্য সমর্থন করেন, এদিন বিজেপির কোন সদস্য উপস্থিত ছিলেন না বলে জানা গেছে।প্রসঙ্গত ১৭জন সদস্যের বলরামপুর গ্রাম পঞ্চায়েতে প্রস্তাব পাশ হওয়ার জন্য ৯জন সদস্যের উপস্থিতি যথেষ্ট। উল্লেখ্যযোগ্য ভাবে এদিন সভায় অনুপস্থিত ছিলেন উপঃ প্রধান দীপক বর্মা। এদিন অনাস্থা ঘিরে এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীদের যথেষ্ট উচ্ছাস ও উন্মাদনা দেখা গেল বলরামপুর গ্রাম পঞ্চায়েত এলাকায়। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় বলরামপুর থানার ওসি সুদীপ হাজরা সহ বিশাল সংখ্যক পুলিশ বাহিনী মোতায়েন ছিল। বলরামপুর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই মন্ডল জানিয়েছেন আজ অনাস্থা প্রস্তাব পাস হয়ে গিয়েছে পরবর্তী সময়ে সরকারি নিয়ম মেনেই উপপ্রধান গঠিত হবে।
Home রাজ্য দক্ষিণ বাংলা বলরামপুর গ্রাম পঞ্চায়েতের বিজেপির উপ’- প্রধান দীপক বর্মার বিরুদ্ধে আনা অনাস্থা প্রস্তাব...