সামনেই সরস্বতী পুজো, চিন্তায় মৃৎ শিল্পীরা।

0
536

উঃ দিনাজপুর, রাধারানী হালদারঃ- করোনার পরিস্থিতিতে হু হু করে বাড়ছে করণা আক্রান্তের সংখ্যা। এই সময়ে বন্ধ বিভিন্ন স্কুল কলেজ। তাই ছাত্র-ছাত্রীদের আনাগোনা নেই বিভিন্ন স্কুল-কলেজে। এমন অবস্থায় দাঁড়িয়ে সামনে দুয়ারে সরস্বতী পূজা এসে গেছে। তাই প্রতিবছরের মতো এবছরও মৃৎশিল্পীদের চরম ব্যর্থতা সরস্বতী ঠাকুর বানানো কে কেন্দ্র করে। এমন ব্যস্ততার ছবি ধরা পরল উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ এর পালপাড়া তে। কিন্তু তাদের দুশ্চিন্তার আড়ালে চিন্তার ভাঁজ ফেলে দিয়েছে বাড়তি সরস্বতী ঠাকুর বানানোর অর্ডার। স্কুল-কলেজ বন্ধ থাকার ফলে নেই তেমন অর্ডার। তবুও বাপ ঠাকুরদার জাদ ব্যবসা কে আঁকড়ে ধরে এখন কালিয়াগঞ্জ এর কুমারটুলিতে এখন ভীষণ ব্যস্ত মৃৎশিল্পীরা। একটাই চিন্তা তারা যে প্রতিমাগুলো তৈরি করছে সেগুলো বিক্রি হবে তো। কারণ করোনার কারণে বিভিন্ন স্কুল কলেজ তো বন্ধ।।।