হাতির আক্রমনে মৃত প্রাক্তন শিক্ষক, আহত ২।

0
270

আবদুল হাই, বাঁকুড়া : হাতির আক্রমণে
মৃত এক প্রাক্তন শিক্ষক,আহত ২ । বাঁকুড়া ছাতনা থানার অন্তর্গত বাবুপাড়া জঙ্গলে ১০ থেকে ১১ টি হাতির একটি দল অবস্থান করে। সকাল থেকেই ওই এলাকার সাধারণ মানুষ ভিড় জমান হাতি দেখতে। হঠাৎই ওই জঙ্গল থেকে একটি হাতি বাইরে বেরিয়ে এক ব্যক্তিকে আহত করেন। তড়িঘড়ি ছাতনা থানার পুলিশের তৎপরতায় আহত ব্যক্তিকে জঙ্গল থেকে বাইরে বের করে চিকিৎসার জন্য বাঁকুড়া ছাতনা সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়েছে। বনদপ্তর সূত্রে জানা যায় বৃহস্পতিবার সকালে রাজাপাড়া এলাকায় এক ব্যক্তিকে হাতি আহত করেন বর্তমানে তাকে বাঁকুড়া মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। এবং বাবুপাড়া জঙ্গল থেকেই এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়। জানা যায় আহত ওই দুই ব্যক্তির নাম স্বপন ভুই (৪৭) বাড়ি দুবরাজপুর গ্রামে , বিদ্যুৎ বাউরী বাড়ি ছাতনা গ্রামে, এবং মৃত ব্যক্তির নাম ভবতোষ সিট (৭০) প্রাক্তন শিক্ষক বাড়ি ঝগড়াপুর

বাইট :
১) ঈশা বোস (ছাতনা রেঞ্জের রেঞ্জ অফিসার)