কেশপুর ব্লকের নেড়াদেউল বাজারে এক সংস্থার উদ্যোগে স্বাস্থ্য মেলার আয়োজন।

0
358

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- শুক্রবার পশ্চিম মেদিনীপুর জেলার কেশপুর ব্লকের চার নম্বর গোলাড় অঞ্চলের নেড়াদেউল বাজারে উপসম ডায়াগনস্টিক সেন্টার ও পলিক্লিনিকের উদ্যোগে স্বাস্থ্য মেলার আয়োজন করা হয়। এই স্বাস্থ্য মেলায় বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন সংস্থার সভাপতি সন্দীপ ঘোষাল, কেশপুর থানার ভারপ্রাপ্ত অফিসার, বিশিষ্ট সমাজসেবী গ্রামীণ চিকিৎসক সেখ কমরুদ্দিন ,গোলাড় অঞ্চলের প্রধান হাবিবা বিবি সহ বহু বিশিষ্ট ব্যাক্তিত্ত্ব ও সংস্থার অনান্য সদস্যরা।ওই সংস্থার সভাপতি সন্দীপ ঘোষাল জানান এই শিবিরে প্রায় 200 জন চক্ষু পরীক্ষা করান, এবং রক্তদান শিবিরে তিন মহিলা সহ মোট ৫৮ জন্য রক্ত দাতা রক্ত দান করেন। বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির ও রক্তদান শিবিরের আয়োজন করায় আয়োজক সংগঠন কে ওই এলাকার বাসিন্দারা ধন্যবাদ জানান। করোনা পরিস্থিতির জন্য রাজ্য সরকারের করোনা বিধি মেনে সমস্ত অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে ওই সংগঠনের পক্ষ থেকে জানানো হয়।