গড়বেতা তিন নম্বর ব্লকের একটি আদিবাসী মেলায় গিয়ে আদিবাসী মানুষদের পাশে থাকার আশ্বাস দিলেন রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।

0
454

নিজস্ব সংবাদদাতা, পশ্চিম মেদিনীপুর:- শুক্রবার বিকেলে পশ্চিম মেদিনীপুর জেলায় গড়বেতা ৩ নম্বর ব্লকের ৪ নম্বর উড়িয়াসাই গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সোনারবেড় গ্রামের ঘুঘুডাঙ্গা ফুটবল ময়দানে বাহামালা ক্লাব সংগঠনের উদ্যোগে আদিবাসী সম্প্রদায়ের আখ্যান পরব উপলক্ষে আদিবাসী মেলার আয়োজন করা হয়। এই দিন আদিবাসী নৃত্যের মধ্য দিয়ে এই মেলার শুভ সূচনা করা হয়।
জানা গিয়েছে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই মেলা উপলক্ষে। এইদিন আদিবাসী সম্প্রদায়ের মহিলাদের সঙ্গে নিয়ে নাচে মাতলেন জেলা পরিষদের সদস্য অঞ্জনা মাহাতো। এছাড়াও আদিবাসী মেলায় উপস্থিত ছিলেন এলাকার বিধায়ক তথা রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। ওই আদিবাসী মেলায় গিয়ে আদিবাসী মানুষদের সাথে কথা বলেন রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।তিনি ওই মেলায় আসা সকলকে রাজ্য সরকারের করোনা বিধি মেনে চলার আবেদন জানান।সেই সঙ্গে করোনা নিয়ে সকলকে সচেতন করার পাশাপাশি তিনি সকলকে মুখে মাস্ক ব্যাবহার করার আবেদন জানান।তিনি আরো বলেন যে রাজ্য সরকার আদিবাসী দের উন্নয়নে অনেক কাজ করেছে,আগামীদিনে আরো কাজ করবে।সেই সঙ্গে তিনি বলেন আপনাদের কোন সমস্যা হলে আমাকে জানাবেন।আমি আপনাদের পাশে আছি।রাজ্যের প্রতি মন্ত্রী শ্রীকান্ত মাহাতো আদিবাসী সমাজের পাশে থাকার আশ্বাস দেওয়ায় খুশি ওই মেলায় আসা আদিবাসী সমাজের মানুষজন।