শীতের কম্বল মোড়া এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে চাঞ্চল্য খড়গপুর শহরে,তদন্তে পুলিশ।

0
285

নিজস্ব সংবাদদাতা,পশ্চিম মেদিনীপুর:- শীতের কম্বল মোড়া অবস্থায় এক মহিলার মৃতদেহ উদ্ধারকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়ালো পশ্চিম মেদিনীপুর জেলার খড়গপুর পৌরসভার ২০ নম্বর ওয়ার্ডের রেল এলাকায়, স্থানীয় সূত্রে জানা যায় শুক্রবার সকালে ২০ নম্বর ওয়ার্ডের ওল্ড সেটেলমেন্ট এলাকায় রেল কোয়াটারের পেছন থাকা একটি সেপটি ট্যাংকের উপর মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয় বাসিন্দারা, এরপর স্থানীয় বাসিন্দাদের তৎপরতায় খবর দেওয়া হয় খরগপুর টাউন থানার পুলিশকে, ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে খরগপুর টাউন থানার পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে, তবে পুলিশের প্রাথমিক অনুমান মহিলাটি স্থানীয় নয়, তবে ওই মৃত মহিলার নাম ও পরিচয় জানার পাশাপাশি কি কারনে এই ঘটনা সমগ্র ঘটনার তদন্ত প্রক্রিয়া শুরু করেছে খরগপুর টাউন থানার পুলিশ, অন্যদিকে এই খবর ছড়িয়ে পড়তেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে খড়গপুর শহরজুড়ে।